‘প্রদোষে প্রাকৃতজন’ আমাদের কাছে একটি নৃতাত্ত্বিক প্রশ্ন ছুড়ে দেয়

আমাদের দেশের ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা অসাধারণ একটি উপন্যাস ‘প্রদোষে প্রাকৃতজন’ ।  উপন্যাসটি সম্পর্কে লেখক শওকত আলীর অভিমত –

‘‘ বাংলা অঞ্চলে রাজনৈতিক পরিবর্তন ও সাধারণ মানুষের জীবনের যে পরিবর্তন এটা কেমন ছিল? প্রদোষকাল অর্থ কি? প্রদোষ হচ্ছে রাত্রি এবং দিনের মধ্যবর্তী সময় । আমাদের এই অঞ্চলের, বাংলা অঞ্চলের সাধারণ মানুষ; জীবনের যে বিভিন্ন স্তর অতিক্রম করেছে তার সূচনাকাল । ”

অনেকের কাছেই প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান মানে, উত্তেজনায় ভরপুর নতুন কোনো অভিযান। কারো কারো মতে তা ভাবপ্রবণ মানুষের কৌতুহল মাত্র। কিংবা বৈজ্ঞানিক অনুসন্ধান। অধ্যাপক ন্যান্সি ম্যারী হোয়াইট অবশ্য তিনটি মতামতকেই সমান গুরুত্বপূর্ণ মনে করেন। সহজ ভাষায় প্রত্নতত্ত্ব নিয়ে লেখা তার বইয়ের নামটিও বেশ মজার- “Archaeology For Dummies” ।

নির্বোধের প্রত্নচর্চা

বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যৎ

বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যৎ- দীপেন ভট্টাচার্য

পাঠকের অভিমত